রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আমিরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর পৃথক পৃথক বৈঠক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৫৩ অপরাহ্ণ
আমিরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর পৃথক পৃথক বৈঠক

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বি পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও ব্যবসায়িক বিনিয়োগ বাড়াতে দেশটির বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান। তিনদিনের সরকারি সফরে দুবাই এলে এসব বৈঠকে মিলিত হন তিনি। এ ছাড়া শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট ও বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার দুপুরে মন্ত্রীর সফর সঙ্গী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, সংযুক্ত আরব আমিরাত সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এরমধ্যে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য ও ফুজাইরাহ প্রদেশের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে বুধবার এক্সপো ২০২০-তে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান এবং দুবাইয়ের একটি হোটেলে ইন্টারন্যানাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সভাপতি মেজব জেনারেল ড. আহমেদ নাসের আল রাইছি’র সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকের সময় মন্ত্রী উভয় দেশের সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে নিরাপত্তা ও পুলিশিং ক্ষেত্রে সর্ম্পক এবং সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিগত ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে দুই দেশ মিলিত হয়ে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আরও বেশকিছু বিষয় নিয়েও আলোচনা হয়।

এসময় বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান তিনদিনের সফর শেষে শুক্রবার রাতে জর্ডানের উদ্দেশ্যে দুবাই ছাড়ার কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট