মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আমিরাতে সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়াচ্ছে বিএনপি

প্রকাশ: ৬ মে ২০২২ | ৯:১৪ অপরাহ্ণ আপডেট: ৬ মে ২০২২ | ৯:১৪ অপরাহ্ণ
আমিরাতে সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়াচ্ছে বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচন না করার দাবি জানিয়ে আসলেও প্রবাসে তাদের নেতা কর্মীদের সুসংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের দলের ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে আমিরাতসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। এ লক্ষ্যে দলটি ইউরোপ-আমেরিকার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের নেতাকর্মীদের চাঙ্গা করার কাজে হাত দিয়েছেন। এই সূত্র ধরে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রবাসী জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য বদ্ধ করার উদ্দেশ্যে ঈদে দুবাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ঈদ পুনর্মিলনী আয়োজন করে।

দুবাই বিএনপির উদ্যোগে দুবাই মুশরিফ পার্কে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আমিরাত বিএনপির সহ সভাপতি ও দুবাই বিএনপি আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম রফিকের সভাপতিত্বে এবং দুবাই বিএনপি সদস্য সচিব মজিবুল হক (মঞ্জু)’র পরিচালনায় দুবাই বিএনপির সদস্য আলী আজগরের কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান। উদ্বোধনী বক্তব্য রাখেন দুবাই বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হুমায়ূন কবীর (সুমন)।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমিতি দুবাই এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার।

প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম (এনাম)।

বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপির প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহে আলম, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি এম ফারুক হোসেইন, ইউএই বিএনপির সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, নুর হোসেন (সুমন), সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম (রুপু), মহিলা সম্পাদিকা শামছুন নাহার স্বপ্না, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, রাস আল খাইমা বিএনপির সভাপতি নাছির মাহমুদ, আল আইন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান (আতা), ইউএই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম (টিপু), দুবাই বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আজিম তালুকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ লোকমান হোসেন, ফরিদ আহম্মেদ শাহিন, বাবু নীল রতন দাস, আনোয়ার হোসেন, এমআর সজিব গাজী, নাসির হেজাজিসহ আমিরাতে অবস্থানরত নেতৃবৃন্দরা।

দলটির নেতাকর্মীরা দাবি করেন, আমিরাতে প্রবাসীদের দ্বারা গঠিত বিএনপির কমিটি কেন্দ্রীয় বিএনপির দ্বারা স্বীকৃত। তাই তারা দেশটির আইন কানুন মেনে রাজনীতির চর্চা করে থাকেন। পাশাপাশি তারা দেশে অবস্থানরত নেতাকর্মীদের, যারা জেল জুলুম ও হুলিয়া নিয়ে ঘুরছেন তাদেরকে আইনি সহয়তা ও চিকিৎসা সেবা দেওয়ার জন্য আর্থিক সহায়তা করে যাচ্ছেন।

এসব নেতাকর্মীরা আরও জানান তাদের এখন দুটি দাবি। তারমধ্যে প্রধান দাবি হচ্ছে- দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী, অপরটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান। এ দুটি দাবি আদায়ের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে তারা বহিঃবিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা করার কাজে হাত দিয়েছেন বলে উল্লেখ করেন তারা।

সম্পর্কিত পোস্ট