বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আমিরাতে বন্যা: নিজ দেশের ক্ষতিগ্রস্ত নাগরিকদের সেবায় ভারতীয়-পাকিস্তানি দূতাবাস

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ১২:৫৭ পূর্বাহ্ণ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ | ১২:৫৮ পূর্বাহ্ণ
আমিরাতে বন্যা: নিজ দেশের ক্ষতিগ্রস্ত নাগরিকদের সেবায় ভারতীয়-পাকিস্তানি দূতাবাস

সংযুক্ত আরব আমিরাত ভারী বৃষ্টিপাত এবং বন্যার ফলে ক্ষতিগ্রস্ত নিজ দেশের নাগরিকদের সেবায় এগিয়ে এসেছে ভারতীয় এবং পাকিস্তানি দূতাবাস। জরুরি হেল্পলাইন নম্বর চালুর মাধ্যমে তারা সাহায্য পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের কাছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নিজ দেশের নাগরিকদের জন্য প্রয়োজনীয় সব সেবা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি।

দুবাইয়ের পাকিস্তান কনস্যুলেটের কনসাল জেনারেল হুসেইন মুহাম্মদ বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের সহায়তায় একটি বিশেষ টিম গঠন করেছেন। যারা বিমানবন্দর পরিদর্শন করে আটকে পড়া যাত্রীদের সহায়তা প্রদান করেছেন।

এদিকে দুবাইতে ভারতীয় কনস্যুলেট দুবাই এবং উত্তর আমিরাতের চরম আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড করে দুবাই, শারজাহ, আবুধাবি এবং অন্যান্য অনেক আবাসিক জেলা জুড়ে বন্যা হয়েছে। ফলে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোকে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত পাকিস্তানি নাগরিকরা সাহায্যের জন্য নিচের নম্বরে যোগাযোগ করতে পারবেন

আবুধাবি এবং আল আইন

হোয়াটসঅ্যাপ: +971 50 124 8934
কল করুন: +97124447800

দুবাই এবং উত্তর আমিরাত

হোয়াটসঅ্যাপ: +971 4 397 3600
কল করুন: +971566472721

ভারতীয় নাগরিকরা সাহায্যের জন্য নিচের নম্বরগুলোতে কল করতে পারবেন

+971501205172, +971569950590, +971507347676 এবং +971585754213।

সম্পর্কিত পোস্ট