শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আমিরাতের নতুন রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

প্রকাশ: ১৬ মে ২০২২ | ৮:১৯ অপরাহ্ণ আপডেট: ১৬ মে ২০২২ | ৮:১৯ অপরাহ্ণ
আমিরাতের নতুন রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

গত শুক্রবার আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন যায়েদ মৃত্যুবরণ করার পর, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে নিয়ে কোনো সংশয় ছিল না। কেননা নতুন রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন দায়িত্বে থেকে নিজেকে তৈরি করেছেন একজন যোগ্য নেতৃত্বদানকারী ব্যক্তি হিসেবে।তাই সকল আমিরাত বাসি এবং বহিঃবিশ্বের নাগরিকদের ধারণা ছিল এই নেতাই হবে পরবর্তী রাষ্ট্রপতি। শেষ পর্যন্ত সেটাই হলো।শনিবার আমিরাতের সুপ্রিম কাউন্সিল নতুন রাষ্ট্রপতি হিসেবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে রাষ্ট্রপতি নির্বাচিত করলেন।

এদিকে শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মাঝে সন্তুষ্টি দেখা দিয়েছে। প্রবাসীরা এই নেতা কে একজন জনবান্ধব নেতা হিসেবে দেখছেন।প্রবাসীদের নানা সংকট দূরীকরণে এবং বিদেশীদের জন্য একটি সহনশীল রাষ্ট্র গঠনে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভূমিকার কথা সকলে এক বাক্যে স্বীকার করেন।সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে সম্পর্কের নানা বিষয়ে অগ্রপথিক হিসেবে এই নেতার কথা স্মরণ রাখবেন বাংলাদেশ সরকার।

শেখ মোহাম্মদ ১৯৬১ সালের ১১ মার্চ দেশটির আলাইনে জন্মগ্রহণ করেন। তিনি দেশটির জাতির প্রতিষ্ঠাতা পিতা ও সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের তৃতীয় পুত্র।তিনি বড় হয়েছেন তার বাবা ও মা শেখা ফাতিমা বিনতে মোবারকের সজাগ দৃষ্টিতে। প্রয়াত শেখ জায়েদ ও প্রয়াত শেখ খলিফার নির্দেশে শেখ মোহাম্মদ কৌশলগত পরিকল্পনা, প্রশিক্ষণ, সাংগঠনিক কাঠামো এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রচারের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্রবাহিনীকে বিকাশে সহায়তা করেছিলেন। শেখ মোহাম্মদ এর সরাসরি নির্দেশনা ও নেতৃত্ব সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্রবাহিনীকে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে, যা সামরিক সংস্থার দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত।

সম্পর্কিত পোস্ট