রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আমিরাতে র‌্যাফেল ড্র ‘বিগ টিকিট’, ১০ মিলিয়ন দিরহাম জিতলেন ভারতীয় টেকনিশিয়ান

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৪ | ২:৩২ পূর্বাহ্ণ আপডেট: ৪ এপ্রিল ২০২৪ | ২:৩৬ পূর্বাহ্ণ
আমিরাতে র‌্যাফেল ড্র ‘বিগ টিকিট’, ১০ মিলিয়ন দিরহাম জিতলেন ভারতীয় টেকনিশিয়ান

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ‘দ্য বিগ টিকিট’ লটারিতে ১০ মিলিয়ন দিরহাম জিতেছেন রমেশ কান্নান নামের এক ভারতীয় মেকানিক্যাল টেকনিশিয়ান। যিনি প্রায় ১৫ বছর ধরে কাতারে রয়েছেন। গত ২৯ মার্চ ১০ বন্ধু মিলে অনলাইনের মাধ্যমে ‘০৫৬৮৪৫’ নম্বরের এই টিকিট ক্রয় করেন। গেমিং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নতুন নির্দেশানা অনুযায়ী ১ এপ্রিল থেকে বিগ টিকিট র‌্যাফেল ড্র বন্ধ করার আগেই এই পুরস্কার জিতলেন তারা।

বুধবার (৩ এপ্রিল) দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আবুধাবিতে বিগ টিকিট লাইভ ড্র সিরিজ ২৬২-এ ১০ মিলিয়ন দিরহাম গ্র্যান্ড প্রাইজ জিতেছেন ভারতীয় মেকানিক্যাল টেকনিশিয়ান রমেশ কান্নান। এদিন বিজয়ীর টিকিটটি বাছাই করেন গত মাসের ১৫ মিলিয়ন দিরহাম বিজয়ী মোহাম্মদ শরীফ।

এ বিষয়ে জানতে চাইলে আবেগাফ্লুত হয়ে রমেশ বিগ টিকিটের প্রতিনিধিদের বলেন, প্রতি মাসে লটারি জিততে আমি প্রার্থনা করি। গত মাসে আমি গ্র্যান্ড প্রাইজ জেতার থেকে মাত্র এক নম্বর দূরে ছিলাম; আমার কাছে একটি একক সংখ্যা ছাড়া সবকিছুই মিল ছিলো। আমি জানতাম একদিন জিতবই। পবিত্র রমজান মাসে আল্লাহ আমাকে এই সুখবর দিয়েছেন; আমি সত্যিই ধন্য।

বিগ টিকিট র‌্যাফেল ড্রতে অংশগ্রহণের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি ভারতে একটি বাড়ি তৈরি করার আশা করছি। কারণ আমি বর্তমানে ভাড়ায় থাকি। আশা করছি আমি অবশেষে বাবা-মাকে তাদের স্বপ্নের বাড়ি তৈরি করে দিতে পারবো। যেখানে আমার স্ত্রী, বোন এবং বাবা-মা থাকতে পারবেন।

প্রসঙ্গত, বিগ টিকিট আবুধাবির সবচেয়ে দীর্ঘস্থায়ী র‌্যাফেল ড্র-গুলোর একটি। তবে সংযুক্ত আরব আমিরাতের গেমিং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নতুন নির্দেশনা মেনে ১ এপ্রিল থেকে সাময়িকভাবে তারা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এছাড়াও, জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল আইন বিমানবন্দরের দোকানগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে কিছু সুবিধা, যেমন—টিকিট ক্রয়, অ্যাকাউন্ট লগইন এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ডিজেভেল করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট