শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান সিরিজে নিজেকে যাত্রী মনে হয়েছে, চালক নই: সাকিব

প্রকাশ: ৭ মার্চ ২০২২ | ১২:৪৪ পূর্বাহ্ণ আপডেট: ৭ মার্চ ২০২২ | ১২:৪৪ পূর্বাহ্ণ
আফগানিস্তান সিরিজে নিজেকে যাত্রী মনে হয়েছে, চালক নই: সাকিব

ঘরের মাটিতে সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ৫ ম্যাচে ব্যাট হাতে ৭৪ রান এবং বোলিংয়ে ৭উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের নিষ্প্রভতার মাঝেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজেরও প্রথম ম্যাচে জয় পাই। পরের ম্যাচে হারতে হয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

সেই দ্বিতীয় ম্যাচটিতে ব্যাটিংয়ে ১৫ বলে ৯ রান এবং বোলিংয়ে নেমে ৩ ওভারে ৩২রান খরচ করেও কোনো উইকেট পাননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া আফগান বাঁহাতি ওপেনার হযরতউল্লাহ জাজাইয়ের কাছেই হজম করেছেন চারটি ছক্কা।

কোনো সিরিজে সাকিবের এমন নিষ্প্রভতা দেখা যায় না বললেই চলে। যা নিয়ে সিরিজ শেষে আলোচনাও হয়েছে অনেক। বিশ্লেষকরা নানান আঙ্গিকে তুলে ধরেছেন নিজেদের মত। আর এবার খোদ সাকিবের কাছ থেকেই শোনা গেলো আসল কারণ।

একটি মোবাইল কোম্পানির সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তির অংশ হিসেবে রোববার রাতের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন সাকিব। তার আগে বিমানবন্দরে উপস্থিত সংবাদমাধ্যমকে সাকিব জানিয়েছেন, মূলত আফগানিস্তান সিরিজটি উপভোগ করতে পারেননি তিনি।

মানসিক ও শারীরিক ধকলের কারণেই মূলত এমনটা হয়েছে সাকিবের। যে কারণে পারফরম্যান্সও আসেনি প্রত্যাশামাফিক। তার ভাষ্য, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আমার মনে হয়েছে যে বাসে আমি একজন যাত্রী, চালক নই। যেটা আমি কখনও থাকতে চাই না।

সাকিব আরও বলেন, ‘টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই সিরিজের পুরোটা আমি মোটেও উপভোগ করতে পারিনি। আমি চেষ্টা করেছি, তবে হয়নি।’

এই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকা সফরের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয় না এরকম মন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকায় আমার জন্য খেলাটা ঠিক হবে।’

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট দলে রাখা হয়েছে সাকিবকে। তবে নিজের বর্তমান মানসিক অবস্থায় সেখানে যাওয়ার ইচ্ছা নেই সাকিবের।

এই কথা জানিয়ে তিনি বলেছেন, ‘মানসিক এবং শারীরিকভাবে যে অবস্থায় আছি আমার কাছে মনে হয় না যে আমার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা সম্ভব এখন। যদি আমি একটা বিরতি পাই, আবার যদি ওই আগ্রহটা ফিরে পাই তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।’

সংলাপ ০৭/০৩/০০১ আজিজ

সম্পর্কিত পোস্ট