শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

হামবুর্গে আওয়ামী লীগের আলোচনা সভা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১১:২৪ অপরাহ্ণ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৩:০৭ পূর্বাহ্ণ
হামবুর্গে আওয়ামী লীগের আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে জার্মানির হামবুর্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) এলেকসেন্দারে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, জার্মানির কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সভাপতি আজহার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন শাহ, হামবুর্গে শাখা আওয়ামী লীগের সভাপতি মুনতাসির খান খোকন, হামবুর্গ শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন।

সভায় বক্তারা, দেশের উন্নয়ন ও বিশ্বে জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলা ভাষার যথাযথ চর্চা, সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখতে সবাই মিলে কাজ করার অঙ্গীকার করেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশের পথ ধরেই এ দেশে স্বাধীনতা এসেছে। একটি জাতিকে ধ্বংস করার জন্য তার ভাষার ওপর, সংস্কৃতির ওপর আঘাত করা হয়। সেই ষড়যন্ত্র পাকিস্তানি শাসকেরা আমাদের ওপর করেছিল।

হামবুর্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন বলেন, মহান মাতৃভাষা আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী ভাষা শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরসহ নাম না জানা শহীদদের।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষারও আন্দোলন।

এই সময় জার্মানি শাখা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক, এছাড়া ইমন, পারভেজ, রাসেল, রুবেল, শফিকসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংলাপ ২৭/০২/০১৪ আজিজ

সম্পর্কিত পোস্ট