বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া সিডনির একটি ফাংশন সেন্টারে ‘বিএইউ অ্যালামনাই সন্ধ্যা’ ও নৈশভোজের আয়োজন করেছে। গত শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। ডিজিটাল পর্দায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি প্রদর্শিত হয়।
বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’র সাধারণ সম্পাদক আব্দুল ওয়ারেছ বাবুল এবং সভাপতি ড. আনোয়ারুল ইসলাম বকসীর শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে ডা. লাভলী রহমান এবং বিএইউ অ্যালামনাই নাইট উদযাপন কমিটির সমন্বয়ক ড. আসাদুজ্জামান সেলিমের সঞ্চালনায় কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
তারপর জাতির জনক বঙ্গবন্ধু ও সপরিবারে নিহত সকল সদস্যসহ জাতীয় চার নেতা, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ৩০ লাখ ভাইবোন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও বহির্বিশ্বে প্রয়াত কৃতি অ্যালামনাইদের আত্মার শান্তির জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে অগ্রজ ও অনুজ সতীর্থদের স্মৃতি মধুর আলোচনার পর সম্প্রতি প্রয়াত কৃষিবিদ মরহুম মোতাহার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করা হয়। কৃষিবিদ কমিউনিটির প্রতি অসামান্য অবদানের জন্য তাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ মরণোত্তর সম্মাননা ক্রেস্ট মরহুমের একমাত্র কন্যা মুশফেকা আহমেদ মুমু’র হাতে তুলে দেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সংগঠনের ক্রীড়া সম্পাদক কবীর চৌধুরী রুবেলের পরিচালনায় কৃষিবিদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীসহ চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তারপর তিনি যুঁথি সাহার সহযোগিতায় র্যাফেল ড্র সম্পন্ন করেন। নুরুন্নাহার সুস্মিতা, জ্যাকি খন্দকার ও আশরাফীর সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ থেকে ফোনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাকৃবি’র প্রবাসী অ্যালামনাইরা আমার আত্মার আত্মীয় ও প্রিয়জন। পাশাপাশি তিনি জাতির জনক বঙ্গবন্ধুর অবদান এবং বর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত কৃষি বান্ধব সরকারের কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও অর্জনের কথা তুলে ধরে উন্নয়নের অগ্রযাত্রায় এই অর্জনের পেছনে বাকৃবি অ্যালামনাইদের অসামান্য অবদান ও ভূমিকার কথা স্বীকার করেন।
সংলাপ-১৪/০৩/০০৯/আ/আ