শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

সিডনিতে ক্যাম্পবেলটাউন লেখক সম্মেলন ৭ ও ১৪ মে

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ৫:২২ অপরাহ্ণ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ৫:২২ অপরাহ্ণ
সিডনিতে ক্যাম্পবেলটাউন লেখক সম্মেলন ৭ ও ১৪ মে

“Book Trail Campbelltown” শিরোনামে আগামী ৭ ও ১৪ মে এই প্রথম বারের মতো সিডনির ক্যাম্পবেলটাউনে দুইদিন ব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বি স্ট্রিট লাইব্রেরি ও রেইনবো ক্রসিং এর যৌথ উদ্যোগে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের সহযোগিতায় লেখক সম্মেলনটির অর্থায়ন করছে নিউ সাউথ ওয়েলস সরকার।

দুই দিনব্যাপী সম্মেলনে অস্ট্রেলিয়ান মূলধারার একজন বাংলাদেশি লেখক সহ ১২ জন লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবি অংশ নিবেন। প্রতি শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান বেলা ৩ টা পর্যন্ত চলবে।

ক্যাম্পবেলটাউনের কুইন স্ট্রিটের পাঁচটি নির্ধারিত ভেন্যু গোল্ড ক্লাস ক্যাফে, সেটা’স ক্যাফে, ক্যাফে স্ট্যাম্প, নিম ক্যাফে এবং ল্যা কফি হাউজে লেখক ও পাঠকের এই মিলনমেলা বসবে।

৭ মে সকাল ১০ টা – গোল্ড ক্লাস ক্যাফে তানিয়া নেলেস্টিয়ান, সকাল ১১ টা – ক্যাফে স্ট্যাম্প, শাখাওয়াৎ নয়ন, দুপুর ১২ টা – সেটা’স ক্যাফে, গ্লেন কসার, দুপুর ১টা – নিম ক্যাফে, নিম গোলকার এবং ম্যাক্স গার্সিয়া, দুপুর ২ টা- ল্যা কফি হাউস, নাওমি ডায়ার।

১৪ মে সকাল ১০ট – গোল্ড ক্লাস ক্যাফে, জেফ ম্যাকগিল, সকাল ১১টা – ক্যাফে স্ট্যাম্প, টনি ম্যাকফারেন, দুপুর ১২ টা – সেটা’স ক্যাফে, মিশেল মন্টেবেলো, দুপুর ১ টা- নিম ক্যাফে, মিনা সিকান্দারী এবং শেন সুলিভ্যান, দুপুর ২ টা – ল্যা কফি হাউস, কিম ভোঁ।

আয়োজকদের পক্ষ থেকে ব্রায়ান লাউল ও কামাল পাশা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব ছোট পরিসরে এবারের উৎসব শুরু হলেও অদূর ভবিষৎতে ওয়েস্টার্ন সিডনী অঞ্চলে “Book Trail Campbelltown” একটি প্রধানতম উৎসবে পরিণত হবে।

সম্পর্কিত পোস্ট