হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবা পাচার কালে স্বপন মিয়া নামের এক যুবককে আটক করেছে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
এপিবিএনের সদস্যরা জানান,সোমবার রাত আটটার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে ঘোরাফেরা করছিলেন এক তরুণ। তাঁর উদ্দেশ্যবিহীন এ গতিবিধি দেখে সন্দেহ হয় এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে স্বীকার করেন যে তাঁর পাকস্থলীতে ইয়াবা আছে।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, স্বপন মিয়ার তথ্যের ভিত্তিতে তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স–রে করে নিশ্চিত হওয়া যায় তাঁর পাকস্থলীতে ইয়াবা রয়েছে। পরে স্বপন মিয়া পায়ুপথের মাধ্যমে একে একে ইয়াবার ৪০টি ক্যাপসুল বের করে দেন। ক্যাপসুলগুলো থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।