প্রকাশ: ৬ মে ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ আপডেট: ৬ মে ২০২২ | ৫:৪৯ অপরাহ্ণ
আমাদের কথা ইণকের আয়োজনে “হে নতুন, দেখা দিক আর বার” শিরোনামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে সিডনীতে নারী সংগঠন আমাদের কথার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ মে) সিডনির ১০ নিউটাউন রোডস্থ গ্লেনফিল্ড কমিউনিটি হলে সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে বিকেল থেকে রাত পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
আমাদের কথা ইনক এর সাধারণ সম্পাদক মঞ্জুশ্রী মিতা জানান, পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে সংগঠনের শিল্পীদের দ্বারা পরিবেশিত দলীয় ও একক সংগীত, কবিতা এবং নৃত্য।
তিনি আরো জানান, অনুষ্ঠানের মঞ্চটিও করা হচ্ছে রবীন্দ্র বলয়াবৃত এবং উৎসব প্রাঙ্গনে থাকছে রবীন্দ্র কর্নার। তিনি কমিউনিটির সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার আহ্বান জানান।