‘বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সিডনির মাউন্ট এনান বোটানিক্যাল গার্ডেনে বাৎসরিক বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়।
সিডনিতে বাংলাদেশি বংশোদভূত চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ২৩০ জন অতিথি এই মিলনমেলা উপভোগ করেন। লাল সবুজের পতাকার মনোরম সাজে সজ্জিত আয়োজন স্থলে এসে অতিথিরা যেন ফিরে পায় ছোট্ট একটি বাংলাদেশ। সকালের সামান্য বৃষ্টির পর রৌদ্রজ্জ্বল দিনটিতে প্রাতঃরাশের পর শুরু হয় বিভিন্ন গ্রুপের ও বয়সের মজার মজার খেলার প্রতিযোগিতা।
পুরুষদের শাড়ি পরা, নারীদের বালিস পাসিং, বাচ্চাদের চামচ দৌড় আর বড়দের দড়ি টানাটানি ছিল উল্লেখযোগ্য। দুপুরের খাবারের আগে সদস্যদের হাতে বার্ষিক ম্যাগাজিন তুলে দেওয়া হয়। পরে খেলাধুলায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি শেষ হয়।
উপস্থিত অতিথিরা নতুন কমিটিকে এই মিলনমেলা আয়োজনের জন্যে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। সংগঠনের নব-নির্বাচিত কার্যকরী কমিটির পক্ষে সভাপতি ডা. মীর জাহান মাজু, সাধারণ সম্পাদক ডা. সায়েক খান ও সাংস্কৃতিক সম্পাদক ডা. রিটন দাস সবাইকে বনভোজন ও মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে বনভোজন ও মিলনমেলার সমাপ্তি ঘোষণা করেন।
সংলাপ-২৯/০৩/০০২/আ/আ