প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ৭:২৩ অপরাহ্ণ আপডেট: ৩০ মার্চ ২০২২ | ৭:২৩ অপরাহ্ণ
সিডনির ‘ইঙ্গেলবার্ন রোটারি ক্লাব’-এর ‘প্রাইড অফ ওয়ার্কম্যানশিপ’ সম্মানে ভূষিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি কাজী শামসুল আলম।
জন্মভূমি টেলিভিশনের পরিচালক শামসুল আলমকে অভিনন্দন জানিয়েছেন একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু রেজা আরেফিন এবং সিইও রাহেলা আরেফিন।
ইঙ্গেলবার্ন রোটারি ক্লাবের সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে শামসুল আলমকে এই সম্মাননা প্রদান করেন।
তিনি বলেন, ‘নিঃসন্দেহে এই পুরস্কার আপনাকে ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে।’
সংলাপ-৩০/০৩/০০৩/আ/আ