হবিগঞ্জের নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের বাংলাবাজার সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম (৫৮) ও তার পুত্র দিলাল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এসময় মূলহোতা তাহিদ মিয়ার পুত্র মঙ্গল পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ১৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে রিয়াজ (১৩) নামের এক শিশুকে নির্দয় নির্যাতন করে ওই গ্রামের মৃত ইজন চৌকিদারের পুত্র আব্দুর রহিম। খবর পেয়ে রিয়াজের পিতা আবু বক্কর তালুকদার তাকে উদ্ধার করে। সেসময় বাংলাবাজার নিয়ে আসার পথে রহিমের সহোদর বজলের ভাড়াটিয়া বাসা থেকে রামদাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে পিতা ও পুত্রকে গুরুতর আহত করে। এই ঘটনায় মঙ্গল মিয়া, বজল, ফজল মিয়া, সালাম, আব্দুস ছালেক, দিলাল, রহিম নামে কতিপয় ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করে।
হামলার ঘটনায় রিয়াজের সহোদর কলেজ ছাত্র রেদুওয়ান আহমদ ১৭ অক্টোবর ৮ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।
নবীগঞ্জ থানার এএসআই লুৎফুর রহমান বলেন, অপরাধ নির্মূলে পুলিশ বদ্ধপরিকর। অভিযুক্তদের শিগগিরই আইনের আওতায় নিয়ে আসা হবে।