নবীগঞ্জ নবীগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২২ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে বিজনা নদীতে ও ইনাতগঞ্জ ইউনিয়নের পুরাতন বিবিয়ানা নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
এসময় দুটি জলাশয়ে মোট ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
নবীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
এসময় হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আসাদ উল্লাহ, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।