বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় টাইগারদের নিয়ে দূতাবাসের নৈশভোজ

প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ৮:১৪ অপরাহ্ণ আপডেট: ৩০ মার্চ ২০২২ | ৮:১৪ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় টাইগারদের নিয়ে দূতাবাসের নৈশভোজ

দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের খেলতে দক্ষিণ আফ্রিকায় আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে এক নৈশভোজের আয়োজন করেছে প্রিটোয়ারস্থ দূতাবাস।

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে ডারবানের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। যেখানে যোগ দিয়েছেন তামিম ইকবাল-মুমিনুল হকরা। তাদের দলের কর্মকর্তা, কোচিং স্টাফ ও তাদের পরিবার যোগ দেয়।

এছাড়া চলতি সিরিজে সফররত সাংবাদিক ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা এই নৈশভোজে অংশ নেন। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র ডিরেক্টর জালাল ইউনুস বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোডের একজন কর্মকর্তার হাতে হাইকমিশনার নুর ই হেলাল সাইফুর রহমান দূতাবাসের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সংলাপ-৩০/০৩/০০৭/আ/আ

সম্পর্কিত পোস্ট