সিডনিতে ইএসআই গ্লোবাল আন্তর্জাতিক শিক্ষার্থীদের সৌজন্যে ইফতার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ল্যাকেম্বার এলএমএ ফাংশন সেন্টারে ইরফানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইউনাইটেড মুসলিমস অব অস্ট্রেলিয়ার প্রতিনিধি ইমাম আনাস সংক্ষিপ্ত বয়ান করেন।
প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার অ্যালাক্সা ভুঁইয়ার সঞ্চালনায় ইসআই গ্লোবাল সম্পর্কে বিস্তারিত জানান প্রতিষ্ঠানের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার সুরজিত পান্ডে।
অনুষ্ঠানে ইএসআই গ্লোবাল থেকে ইমিগ্রেশন সম্পর্কিত সেবা নেওয়া কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। পাশাপাশি এই শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের করণীয় নিয়েও আলোচনা করা হয়। ইফতারে রেজিস্ট্রিকৃত সদস্যদের মধ্য থেকে ৫০ জনকে বিশেষ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিহাদ দিপ এমপি, কাউন্সিলর কার্ল সালেহ। বক্তব্য রাখেন শিক্ষাবিদ রায়ান রহমান, এমপি ও শ্যাডো মিনিস্টার স্টিভ ক্যাম্পার ও ফেডারেল লেবার এমপি পদপ্রার্থী জি সুন।
এছাড়া ইফতার অনুষ্ঠানে ইএসআই গ্লোবালের হেড অব অপারেশন ভাইটাল আহমেদ, ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের সমন্বয়কারী মোহাম্মদ বিলাল, রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‘ইএসআই গ্লোবাল’ সিডনিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ও আনুসঙ্গিক সেবা দিয়ে থাকে। বিগত কয়েক বছর যাবত প্রতিষ্ঠানটি সেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।