মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওমানে মিরসরাই প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

প্রকাশ: ৩ মে ২০২২ | ৩:৩৩ অপরাহ্ণ আপডেট: ৩ মে ২০২২ | ৩:৩৩ অপরাহ্ণ
ওমানে মিরসরাই প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

মধ্যপ্রাচ্যের দেশ সুলতানাত ওমানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে দেশটিতে বসবাসরত মিরসরাই প্রবাসীরা। ঈদের দিন সোমবার ওমানের মাস্কাট কুরুম পার্কে পুনর্মিলনীতে মিলিত হন অর্ধশতাধিক মিরসরাই প্রবাসী।

পুনর্মিলনীর আয়োজকরা জানান, দেশের বাইরে ঈদে তেমন আমেজ থাকে না। সবার কর্মব্যস্ততায় উৎসবের আমেজ ফিকে হয়ে যায়। তবে করোনার বিধিনিষেধ শিথিল থাকায় এবার ঈদ আনন্দ সবার মাঝে ছড়িযে দিতে পুনর্মিলনীর আয়োজন করেন উদ্যোক্তারা। সকালে ঈদের নামাজ আদায় শেষে সবাই কুরুম পার্কে মিলিত হন। সেখানে ঈদের আড্ডা, স্মৃতিচারণ ও সম্মিলিত খাবার গ্রহণ করেন তারা।

স্মৃতিচারণ করতে গিয়ে মীরসরাই প্রবাসীরা বলেন, ফজরের আযানের পর দলবেঁধে ছুটোছুটি, পুকুরে গোসল শেষ করা, সামান্য মিষ্টি মুখে তুলে নতুন জামা পরা, ঈদগাহে যাওয়া এখন শুধুই স্মৃতি। এখন আর নামাজ পড়তে যাওয়ার সময় পাশের বাড়ির কেউ ডাক দিয়ে বলে না সেমাই খেয়ে যাও। নতুন জামা পরে সালাম করলে কেউ নতুন টাকার নোট হাতে উঠিয়ে দেয় না। এসবের একটাই কারণ, এখন আমরা বাংলাদেশ থেকে অনেক অনেক মাইল দূরে। মরুভূমির প্রান্তরে আমাদের ঈদ আনন্দ বাঁধা পড়ে গেছে। এমন অবস্থায়ও নিজেরা মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছি। ঈদ উদযাপন করছি। পুনর্মিলনীর মাধ্যমে ঈদের আনন্দ খুঁজে নিচ্ছি।

সম্পর্কিত পোস্ট