মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জায়েদ খানের প্রার্থীতা বৈধ

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান : হাইকোর্টের রায়

প্রকাশ: ২ মার্চ ২০২২ | ৩:১৮ অপরাহ্ণ আপডেট: ২ মার্চ ২০২২ | ৪:১০ অপরাহ্ণ
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান : হাইকোর্টের রায়

দীর্ঘ আইনী প্রকিয়ার পর অবশেষে জায়েদ খানের প্রার্থীতা বৈধ ঘোষনা করেছে হাইকোর্ট। প্রার্থীতা বৈধ হওয়ায় তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আর কোন বাধা নেই। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান রুল শুনানিতে অংশ নিতে সকালে হাইকোর্টে আসেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও জায়েদ খান।

গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।

সংলাপ/০৩/০২/০০৬/আ/হো

সম্পর্কিত পোস্ট