মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আবুধাবি প্রবেশে লাগবে না গ্রিন পাস

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ২:২৩ অপরাহ্ণ আপডেট: ১ মার্চ ২০২২ | ১২:৫৪ পূর্বাহ্ণ
আবুধাবি প্রবেশে লাগবে না গ্রিন পাস

সংযুক্ত আরব আমিরাতের অন্য আমিরাতগুলো থেকে আবুধাবি প্রবেশের ক্ষেত্রে আজ সোমবার থেকে গ্রিস পাস প্রয়োজন হবে না।

আবুধাবির জরুরি, সঙ্কট ও দুর্যোগ কমিটি জানিয়েছে, করোনার সংক্রমণ কমে আসায় দেশটিতে বেশ কিছু বিধিনিষেধ শিথিল করছে তারা। এরমধ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে প্রাথমিকভাবে অন্য আমিরাত হতে আবুধাবি প্রবেশের ক্ষেত্রে গ্রিন পাস এবং ইডিই স্ক্রিনিং প্রয়োজনীয়তা বাতিল করা হয়েছে। আবুধাবি প্রবেশ করতে সীমান্ত এলাকায় আজ থেকে গ্রিস পাস দেখাতে হবে না।

তবে আবুধাবির অভ্যন্তরে এখনও পাবলিক স্পেস, ইভেন্ট সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থান সমূহে প্রবেশ করতে অবশ্যই গ্রিন পাস দেখাতে হবে।

এদিকে করোনার সংক্রমণ হ্রাস পাওয়ায় আবুধাবিতে ইভেন্ট, দর্শনীয় স্থান এবং বাণিজ্যিক প্ল্যাটফর্মগুলোতে ধারণ ক্ষমতা ৯০ শতাংশে উন্নীত করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের ক্ষেত্রে ‘সবুজ তালিকা’ তুলে নেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী সব আন্তর্জাতিক যাত্রীরা কোয়ারেন্টাইনের ছাড়াই আমিরাতে আসতে পারবেন। টিকা গ্রহণকারী যাত্রীদের জন্য পিসিআর পরীক্ষার প্রয়োজনীয়তাও বাতিল করা হয়েছে।

সংলাপ ২৮/০২/০০১ হাসান

সম্পর্কিত পোস্ট