শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নাসিরদের হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে আবাহনী

প্রকাশ: ৪ মে ২০২৩ | ৭:৪৮ অপরাহ্ণ আপডেট: ৪ মে ২০২৩ | ৭:৪৮ অপরাহ্ণ
নাসিরদের হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আবাহনীর দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪৩ রানেই শেষ হয়েছে প্রাইম ব্যাংকের ইনিংস। এই জয়ের ফলে এবারের ডিপিএলে শিরোপা জয়ের কাছাকাছি এগিয়ে গেল আবাহনী। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আবাহনীর, এছাড়া ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে শেখ জামাল।

আবাহনীর দেওয়া রান তাড়া করতে নেমে শুরুতেই শাহাদাত হোসেন দিপুকে (৫) হারায় প্রাইম ব্যাংক। এরপর জাকির হাসানের সঙ্গে তিনে নামা প্রান্তিক নওরোজ নাবিল ৬৮ রানের জুটি গড়েন। তবে দারুণ খেলতে থাকা জাকির ব্যক্তিগত ৫১ রানের মাথায় ফিরে যান। এরপর ফিফটির দেখা পান নাবিলও, আউট হওয়ার আগে তিনি খেলেছেন ৭৪ বলে ৫৭ রানের ইনিংস।

এরপর সব আলোই কেড়েছেন পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ। তার বলে মোহাম্মদ মিঠুন (১৬), নাসির হোসেন (০) এবং আল আমিন জুনিয়র (৮) উইকেটে হারান। ফলে দলীয় ১৫৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক। শেষদিকে অলক কাপালির অপরাজিত ৪০, শেখ মেহেদীর ২৬ ও কাশিফ বাটের ২৬ রানে ভর করে দলটি পরাজয়ের ব্যবধান কমায়।

আবাহনীর হয়ে ৪৯ রান খরচায় একাই ৬ উইকেট নিয়েছেন খুশদিল। ১টি করে উইকেট নেন রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। এর আগে আজ (৪ মে) নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নামে আবাহনী।

আফিফ হোসেনের সেঞ্চুরি এবং মোসাদ্দেকের অর্ধশতকে তারা স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল। এরপর নির্ধারিত ওভার পর্যন্ত ব্যাট করে আবাহনীর ৫ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে। প্রাইম ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নেনে শেখ মেহেদী ও কাশিফ বাট।

সম্পর্কিত পোস্ট