মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত চবি শিক্ষার্থী, বিচার দাবি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ২:১৩ অপরাহ্ণ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ২:১৩ অপরাহ্ণ
পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত চবি শিক্ষার্থী, বিচার দাবি

পুলিশের বেপরোয়া গাড়ির ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শায়লা আকতার আহতের ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও জড়িত পুলিশ সদস্যের বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সোমবার (২০ ফেব্রুয়ারি] সকাল সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

দাবিগুলো হলো:

১. দুর্ঘটনায় জড়িত পুলিশের গাড়িতে থাকা এ এস আই আশরাফুল সহ তার সাথে তার সহকারী পুলিশ যারা ছিল তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বর্তমান আইন অনুযায়ী সর্ব্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা।
২. আজীবন চিকিৎসা সেবা বাবদ ১ কোটি টাকা ক্ষতি পূরণ।
৩. পুলিশের নজরদারিতে সড়ককে আরো নিরাপদ করা।
৪. বিশ্ববিদ্যালয়ের ১ নাম্বার গেট থেকে অক্সিজেন পর্যন্ত অটোরিকশার সরাসরি সেবা চালু করা।

৫. বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী সেল করা।

৬. সড়ক দূর্ঘটনা প্রতিরোধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া।

শিক্ষার্থীরা বলেন, এ দুর্ঘটনার পর যদি তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হত তাহলে তার এত বড় ক্ষতি হত না। এ ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে তারা এভাবে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিকে ফেলে পালিয়ে না যায়।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ে আসার সময় নগরীর বায়েজিদ থানা পুলিশের গাড়ি অপর একটি গাড়িকে ধাক্কা দিলে শায়লা আকতার গুরুতর আহত হয়।
এ সময় অভিযুক্ত পুলিশ সদস্য তাকে উদ্ধার না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সম্পর্কিত পোস্ট