মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আধাবেলা হরতাল পালিত

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ৪:৫৩ অপরাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ৪:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রামে আধাবেলা হরতাল পালিত

চট্টগ্রামের বিভিন্ন পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকা হরতাল পালিত হয়েছে। হরতালের সময় নগরীতে শনিবার বেলা ১২ টা পর্যন্ত তেমন কোন যানবাহন চলতে দেখা যায়নি।

শুক্রবার হামলার প্রতিবাদে নগরীর মন্ডপগুলোর প্রতিমা বিসর্জন বন্ধ ঘোষণা করেছিল চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদ। পরে রাতে প্রশাসন ও রাজনীতিবিদদের আশ্বাসে প্রতিমা বিসর্জন হয়। চট্টগ্রামে বিভিন্ন পূজামণ্ডপে হামলার প্রতিবাদে শনিবার বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে হরতালের ডাক দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। হরতালের সমর্থনে সনাতন ধর্মাবলম্বী তরুণ যুবক ও পেশাজীবীরা সড়কে অবস্থান নিয়ে ছিল। পুলিশও সড়কে ছিল। তবে কোথাও কোনো গোলযোগ ঘটেনি।

হরতাল শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন রানা দাশগুপ্ত। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে

সম্পর্কিত পোস্ট