রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আবুধাবি সনাতনী গীতা সংঘের জন্মাষ্টমী তিথি উদযাপন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১ | ৭:৩৮ অপরাহ্ণ আপডেট: ৩১ আগস্ট ২০২১ | ৭:৩৮ অপরাহ্ণ
আবুধাবি সনাতনী গীতা সংঘের জন্মাষ্টমী তিথি উদযাপন

সনজিত কুমার শীল :

গত সোমবার সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবিতে পালন করা হয় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে আনন্দঘন এই দিনটি উদযাপিত হয় নানা আয়োজনে। এবারও মহামারি করোনার ভয়াবহ সংক্রমণের কারণে বন্ধ রাখা হয় জন্মাষ্টমীর প্রধান আকর্ষণ। শুধু পূজা আর কল্যাণ কামনায় ধর্মীয় নানা আয়োজনে সীমাবদ্ধ ও স্বল্প পরিসরে পালিত হয় শ্রী শ্রী সনাতনী গীতা সংঘ মন্দিরে শুভ জন্মাষ্টমী।

শ্রী শ্রী সনাতনী গীতা সংঘের মন্দির অধ্যক্ষ প্রশান্ত কুমার দাসের অনুপ্রেরণায় অনুষ্ঠানটি উদযাপন করার আগ্রহ ও সর্বাঙ্গীণভাবে সহোযোগিতা করেন রনি মুহুরী, রাজীব কুমার সুশীল, রাজীব শীলসহসহ কয়েকজন ভক্তবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি শ্রী কানু লাল দাস, উপদেষ্টা অনিল কান্তি দাস, সাংবাদিক সঞ্জিত কুমার শীল, অপু দাশ, পুলক চৌধুরী, আশু দাস, বাসু দাস, রুপস দাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিশ্ববাসী করোনা থেকে মুক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ এর মাধ্যমে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।

সম্পর্কিত পোস্ট