মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শোক দিবস উপলক্ষে ঢামেকে রোগীদের জন্য উন্নত মানের খাবার

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২ | ১:১০ অপরাহ্ণ আপডেট: ১৫ আগস্ট ২০২২ | ১:১০ অপরাহ্ণ
শোক দিবস উপলক্ষে ঢামেকে রোগীদের জন্য উন্নত মানের খাবার

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে হাসপাতালে রোগীদের এ খাবার দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আজ জাতীয় শোক দিবস উপলক্ষে রোগীদের জন্য দুপুরে উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে। খাবারের তালিকায় রয়েছে পোলাও, মুরগির রোস্ট, মুরগির রেজালা, ডিমের কোরমা, সালাত ও আপেল। রাতে নিয়মিত খাবার দেওয়া হবে।

তিনি আরও বলেন, দিনব্যাপী শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, দিনব্যাপী কোরআন তেলাওয়াত, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পূর্বক শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘটনা বহুল জীবনী নিয়ে আলোচনা, সরকারের নির্দেশনা অনুযায়ী দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত।

সম্পর্কিত পোস্ট