বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪৫৯ বাংলাদেশির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুবাই যাচ্ছে দুদক

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১০:১২ অপরাহ্ণ আপডেট: ১৫ মে ২০২৩ | ১০:১২ অপরাহ্ণ
৪৫৯ বাংলাদেশির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুবাই যাচ্ছে দুদক

গোল্ডেন ভিসা পাওয়া ৪৫৯ বাংলাদেশির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুবাইয়ে যাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। এরই মধ্যে সেসব নাগরিকের তথ্য চাওয়া হয়েছে দুবাইয়ের কাছে। বিষয়টি নিয়ে দুবাইয়ে বসবাসরত অন্য বাংলাদেশিদের সাথেও কথা বলবে দুদক।

গ্লোবাল ফিন্যানসিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী, বছরে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয় বিশ্বজুড়ে। যার বড় একটি অংশ যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। চলতি বছরের শুরুতে, দুবাইয়ে ৪৫৯ জন বাংলাদেশির সম্পদের খবর আসে গণমাধ্যমে। এ নিয়ে একটি রিটের শুনানি করে, দুদকসহ তিন প্রতিষ্ঠানকে খতিয়ে দেখার নির্দেশ দেন হাইকোর্ট।

দুদক কমিশনার মোজাম্মেল হক খান জানিয়েছেন, আদালতের আদেশ অনুযায়ী তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক। গোল্ডেন ভিসা পাওয়া ৪৫৯ বাংলাদেশি ও তাদের সম্পদের তথ্য চাওয়া হয়েছে দুবাইয়ের কাছে। সে তথ্য পাওয়া গেলে, অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা সহজ হবে বলে জানিয়েছে দুদক।

দুদক কমিশনার আরও বলেন, দুদক মনে করে দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটির কাছেও এ সংক্রান্ত তথ্য থাকতে পারে। এ জন্য সরেজমিনে খতিয়ে দেখতে মধ্যপ্রাচ্যের দেশটিতে অনুসন্ধান দল পাঠানো হবে।

দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, ৪৫৯ জন বাংলাদেশির সম্পদের খোঁজ চালাচ্ছে গোয়েন্দারাও।

সম্পর্কিত পোস্ট