বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৩২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ঢাকা কলেজ

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২ | ৪:৫২ অপরাহ্ণ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ | ৪:৫২ অপরাহ্ণ
৩৩২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ঢাকা কলেজ

বুয়েট মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৩৩২ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকা কলেজ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা কলেজের চারটি অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে পৃথকভাবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি বছর ঢাকা কলেজ থেকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ৫৩ জন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ৮০ জন, বিভিন্ন মেডিকেল কলেজের ৩২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৮ জন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ৮৯ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এসব কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতেই ঢাকা কলেজের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষণ, পাঠ ও পরিকল্পনা কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন কলেজ ঢাকা কলেজ তার শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে ১৮০ বছর ধরে। এ বছর বুয়েট, মেডিকেলসহ বিভিন্ন বিশ্বদ্যালয়ের ৩৩২ জন চান্স পেয়েছে যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা অগ্রজ, তোমাদের দেখে ভবিষ্যতেও অনুজরা ধারাবাহিকতা বজায় রাখবে। যদি সব শিক্ষার্থী সুযোগ পেত আমাদের আরও ভালো লাগত। কারণ আমাদের শিক্ষকরা দেশের শীর্ষ প্রতিষ্ঠানে পড়ার মতো মেধাবী করেই তোমাদের গড়ে তুলেছেন।

অধ্যক্ষ সেলিম আরও বলেন, বর্তমানে দেশের দুই তৃতীয়াংশ জনশক্তি তরুণ। তরুণরা দেশের মূল চালিকাশক্তি। তাই তরুণদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চতুর্থ শিল্প বিপ্লব। এই চ্যালেঞ্জ শক্তভাবে মোকাবিলা করতে হবে।

বিশেষ অতিথি ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মঈনুল হোসেন বলেন, আমরা বিগত দুই বছর যে পরিশ্রম করেছি তার ফল হিসেবে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। আজকে আমাদের সামনে উপস্থিত হতে পেরেছ। তোমাদের ভবিষ্যৎ জীবনের প্রথম ধাপে নিজেদের সফল হিসেবে উপস্থাপন করতে পেরেছ। বাকি জীবনের সব স্তরে তোমাদের সবার সফলতা কামনা করছি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, আমরা তোমাদের নিয়ে গর্ব করি। একটা সময় কলেজে অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে অনেক কড়াকড়ি আরোপ করেছি। তোমাদের কঠোর শাসনে রাখার ফলেই তোমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছ। তোমাদের এই অর্জনে আমরা গর্বিত ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, শিক্ষক পরিষদ কোষাধ্যক্ষ ওবায়দুল করিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকরা।

সম্পর্কিত পোস্ট