মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৮ টাকা

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২২ | ৮:৩৫ অপরাহ্ণ আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ | ৮:৩৫ অপরাহ্ণ
সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৮ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে বাড়তি এ দাম কার্যকর হবে।

রোববার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন দাম অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৮ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৯৫ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বাড়বে ৭ টাকা। তাতে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৪৩ টাকায়। প্রতি লিটার পাম তেলের দাম ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সয়াবিন তেলের দাম বাড়াতে গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই দাম বাড়ল।

গত বছরের ১৯ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি সাত টাকা বাড়িয়ে ১৬০ টাকা করে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২৭ মে লিটারে বাড়ানো হয় ৯ টাকা। ঈদুল ফিতরের আগে ৩ টাকা ছাড় দেওয়ায় তখন সব মিলিয়ে মূল্য বাড়ে ১২ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণার আগেই বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়।

সম্পর্কিত পোস্ট