বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুল শিক্ষার্থীদের টিকার নিবন্ধন হবে জন্ম সনদে

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ১২:৪৮ অপরাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ৮:০৯ অপরাহ্ণ
স্কুল শিক্ষার্থীদের টিকার নিবন্ধন হবে জন্ম সনদে

স্কুল শিক্ষার্থীরা জন্মসনদ ব্যবহার করে করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবে সুরক্ষা এ্যাপে। শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে জন্ম সনদ ব্যবহার করে নিবন্ধনের অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. মো. রোবেদ আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে জন্ম সনদ নম্বর দিয়ে এখন থেকে টিকার জন্য নিবন্ধন করা যাবে।

রোবেদ আমিন আরও বলেন, মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী যেসব স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া টিকা দেওয়া হয়েছে তাদের ২ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। ধাপে ধাপে অন্যান্য জায়গায় স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট