শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি যুবরাজের সাথে এবং মিশরের প্রেসিডেন্টের বৈঠক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৩ | ৫:০৮ অপরাহ্ণ আপডেট: ৩ এপ্রিল ২০২৩ | ৫:০৮ অপরাহ্ণ
সৌদি যুবরাজের সাথে এবং মিশরের প্রেসিডেন্টের বৈঠক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির মধ্যে বৈঠক হয়েছে। দ্বিপক্ষীয় আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। সোমবার সকালে সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলোও আলোচনা হয়েছে। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের বিষয়টিও পর্যালোচনা করেছেন দুদেশের শীর্ষ ব্যক্তি। সেখানে সৌদি ও মিশরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও অংশ নিয়েছিলেন। 

এর আগে মিশরের প্রেসিডেন্ট জেদ্দায় পৌঁছলে আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ তাকে স্বাগত জানান। 

বৈঠক শেষে মিশরের প্রেসিডেন্ট এল-সিসি জেদ্দা ত্যাগ করার সময়ও বিমানবন্দরে বিদায় জানাতে যান সৌদি প্রধানমন্ত্রী। 

সম্পর্কিত পোস্ট