শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাস্তা পারাপারের সময়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: ২৩ মে ২০২২ | ৭:০৬ অপরাহ্ণ আপডেট: ২৩ মে ২০২২ | ৭:০৮ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ মে) রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গামী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।

নিহতের কাশেম ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগর গ্রামের ঢলু মিয়ার ছেলে।তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের রিয়াদে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রেখে যান।

নিহতের ছেলে মোহাম্মাদ সাগর বলেন, সৌদি আরবে অবস্থানরত তাদের স্বজন ও নিহতের সহকর্মীরা তার পরিবারকে জানায় যে,বৃহস্পতিবার কাজ শেষে শারীরিকভাবে অসুস্থ থাকায় স্থানীয় একটি ফার্মেসি থেকে ঔষধ কিনতে বাইরে যান।এসময় রাস্তা পার হতে গিয়ে দ্রুত গামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলে প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাগর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ সরকারের মিশন ‘বাংলাদেশ দূতাবাস’ এর কাছে তার নিহত পিতা আবুল কাশেমের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করার আহবান জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট