শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে পাচারকালে ৭ তক্ষকসহ আটক ৫

প্রকাশ: ৬ জুন ২০২৩ | ৫:১৩ অপরাহ্ণ আপডেট: ৬ জুন ২০২৩ | ৫:১৩ অপরাহ্ণ
সীতাকুণ্ডে পাচারকালে ৭ তক্ষকসহ আটক ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাচারের সময় বিলুপ্তপ্রায় ৭ তক্ষকসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (৫ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা অংশে কিং অফ কুমিরা কনভেনশন হলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো—মো. নীলচাঁন শেখ (২৬), মো. আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২), মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও মো. মুক্তার হোসেন (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইসচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিলুপ্তপ্রায় ৭টি তক্ষক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তক্ষকগুলোকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট