শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির বৈশাখী হালখাতা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ২:৪৩ অপরাহ্ণ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ২:৪৩ অপরাহ্ণ
সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির বৈশাখী হালখাতা

শনিবার (২৩ এপ্রিল) নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি তার সদস্য ও পরিবারসহ সিডনির জাতি, ধর্ম নির্বিশেষে প্রগতিশীল বাঙালিদের মিলনমেলার আয়োজন করে।

মিলনমেলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্যাট্রন ড. রতন কুন্ডু। পরমেশ ভট্টাচার্যর প্রার্থনা দিয়ে অনুষ্ঠান শুরুর পর “এসো হে বৈশাখ এসো এসো” সমবেত সংগীত পরিবেশন করেন মধুমিতা সাহা, মারিয়া মুন, ছায়া বিশ্বাস, নিলুফা ইয়াসমীন, রাজেশ সাহা সহ অন্যান্য শিল্পীরা।

নৃত্য পরিবেশন করেন, মেধা সাহা, তৃষা সরকার, জারা ও নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির সদস্যবৃন্দ। কবিতা আবৃত্তি করেন নূসরাত জাহান স্মৃতি, রতন কুন্ডু, দিলিপ দত্ত, মলয় সাহা ও পলি ফরহাদ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো আয়েশা কলির একক সংগীত। তাঁকে যন্ত্র সংগীতে সহযোগিতা করেন নামিদ ফারহান ও আবদুল্লাহ্ মামুন।

অনুষ্ঠানে ফাগুন হাওয়া, উইমেন্স কাউন্সিল অব অষ্ট্রেলিয়া, বাফা, বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অষ্ট্রেলিয়া, বাংলাদেশ পূজা এসোসিয়েসন সহ অন্যান্য অনেক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ।

একাডেমির কর্ণধার মৌসুমী সাহা বলেন, নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি নৃত্যকলায় আগ্রহী বাংলাদেশি বোনদের খুঁজছে। নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি অস্ট্রেলিয়াতে ১৮ বছর ধরে নিরলস ভাবে আমাদের সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। তাঁরা অনলাইনে এবং মুখোমুখি উভয় ভাবেই প্রশিক্ষণ দিচ্ছে। আমাদের স্বপ্ন হল এই প্রবাসে বাংলাদেশী বটমূলের আদলে আরেকটি সাংস্কৃতিক পরিমন্ডল তৈরী করা। যারা আগে নাচেননি তাঁদের আমরা অগ্রাধিকার দেই। এই সংগঠন একটি সম্পূর্ণ অবৈতনিক প্রতিষ্ঠান। অর্থাৎ এতে কোনরূপ ভর্তি ফি অথবা অন্য কোন খাতে অর্থ প্রদানের প্রয়োজন নেই।

অনুষ্ঠান শেষে রাজেশ ও মৌসুমী সাহা অতিথিদের পান্তা ইলিশসহ হরেক রকম খাবার ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট