শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার দেশ নিয়ে চিন্তিত নয়, পিটিআইকে নির্মূলে ব্যস্ত: ইমরান

প্রকাশ: ২৭ মে ২০২৩ | ১০:৩৫ অপরাহ্ণ আপডেট: ২৭ মে ২০২৩ | ১০:৩৫ অপরাহ্ণ
সরকার দেশ নিয়ে চিন্তিত নয়, পিটিআইকে নির্মূলে ব্যস্ত: ইমরান

পাকিস্তানের বর্তমান সরকার দেশ নিয়ে চিন্তিত নয়। তারা পিটিআই দলকে নির্মূলে ব্যস্ত। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই দাবি করেছেন।

তিনি বলেছেন, ‘পাকিস্তানের বর্তমান ফ্যাসিস্ট সরকার পিটিআইকে চূর্ণ করার জন্য আরও জবরদস্তিমূলক, নিপীড়নমূলক পদক্ষেপের কথা ভাবছে। অথচ, দেশের অর্থনীতি এখন চরমভাবে বিপর্যস্ত। এ বিষয়টি নিয়ে তারা ভাবছে না।’

পিটিআই দলের প্রধান বলেন, ‘উন্মুক্ত বাজারে ডলার এখন ৩১০ পাকিস্তানি রুপিতে বিক্রি হচ্ছে এবং এই মুহূর্তে দেশে রেকর্ড মুদ্রাস্ফীতি রয়েছে। আমরা ঋণে ডুবে যাচ্ছি। দেশের অর্থনীতি সঙ্কুচিত হচ্ছে।’

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমাদের দেশের সমস্ত বার্ষিক কর ও রাজস্ব সংগ্রহ করেও ঋণের সুদ পরিশোধ করা যাবে না। তবুও শাহবাজ শরিফের সরকার মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়ন নিয়ে কিছু ভাবছে না। কারণ, এ জোট সরকারের শরিক দলগুলোর নেতাদের (লুট করা) অর্থ বিদেশে লুকিয়ে রাখা আছে। তারা দেশের সম্পদ চুরি করে ডলার মুদ্রায় তা বিদেশে পাচার করছে।

ইমরান খান তার টুইটে বলেন, ‘পাকিস্তানের জনগণ মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের সম্মুখীন হচ্ছে। অথচ, জোট সরকারের নেতারা মুদ্রাস্ফীতির সুবিধা নিচ্ছেন।

সম্পর্কিত পোস্ট