শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘সময়ের সংলাপ’ হবে সময়ের সেরা সংবাদমাধ্যম

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৭ অপরাহ্ণ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১২:১২ পূর্বাহ্ণ
‘সময়ের সংলাপ’ হবে সময়ের সেরা সংবাদমাধ্যম

কোটি প্রবাসীর মুখপত্র আমিরাত ভিত্তিক বাংলা ভাষার গণমাধ্যম ‘সময়ের সংলাপ’ নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে। পাঠকের চাহিদা পূরণে সম্পাদকমণ্ডলীর নিরলস প্রচেষ্টায় জনপ্রিয় এই গণমাধ্যমটি ভিন্নরূপে অনলাইন, ভিজ্যুয়াল রিপোর্টসহ ই পেপার নিয়ে এসেছে। যার একঝাঁক তরুণ কলম সৈনিকরা প্রবাসীদের হৃদয়ের কথামালা শব্দের প্রতিধ্বনিতে বিশ্বময় বাংলা ও বাঙালির সংস্কৃতিকে তুলে ধরতে সক্ষম হবে। আমার বিশ্বাস গণমাধ্যমটি তার পাঠকের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য সচেষ্ট ভূমিকা রাখবে।

‘সময়ের সংলাপ’ প্রবাসীদের প্রত্যাশা পূরণ, চিন্তা-চেতনার বিকাশে সুদূরপ্রসারী ভূমিকা পালন, সুখ-দুঃখের সঙ্গী ও তাদের অধিকার আদায়ে প্রত্যক্ষ ভূমিকা রাখবে। গণমাধ্যমটি মধ্যপ্রাচ্য ছাড়াও সমগ্র বিশ্বের প্রবাসীদের সংবাদ, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, খেলাধুলা-বিনোদন, উন্নতি ও সামাজিক অসঙ্গতির সংবাদের পাশাপাশি ভিন্নধর্মী রোমাঞ্চকর সংবাদ তুলে ধরবে।

পাঠকপ্রিয় একটি সংবাদমাধ্যম সর্বোপরি বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করে। যার কর্মীদের অন্যতম মূল লক্ষ্য হলো- বাস্তবধর্মী ও যেকোনো ঘটনার মূল বিবরণ পাঠকের কাছে গুছিয়ে উপস্থাপন করা, যাতে পাঠক সহজে বিষয়টি বুঝতে সক্ষম হয়। অনর্থক ও কাল্পনিক সংবাদ প্ররোচনার উদ্দেশ্য প্রচার করে থাকে যা সমাজ এবং রাষ্ট্র উভয়ই ক্ষতির সম্মুখীন হয়, এমন উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ থেকে বিরত থাকার পাশাপাশি এর প্রতিরোধ কল্পে ঘটনার মূল উৎস সংগ্রহ ও পাঠকের কাছে সঠিকভাবে উপস্থাপন করা। এতে রাষ্ট্র যেমন উপকৃত হবে, ঠিক একইভাবে পাঠকের সত্য জানার মাধ্যমে সংবাদমাধ্যমের পাঠকপ্রিয়তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি স্বাধীন গণমাধ্যমের দায়িত্ব শুধু সীমাবদ্ধ কিছু ঘটে যাওয়া ঘটনার তথ্য বা বিবরণ কিংবা বিজ্ঞপ্তি প্রকাশ করা নয়, বরং মানুষকে সচেতন করে তোলা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তার পাঠকের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, যা পাঠকের জ্ঞানভাণ্ডারকে ঋদ্ধ করে তুলে।

আমার বিশ্বাস আমিরাতের প্রথম বাংলা ম্যাগাজিন তার নতুন সংস্করণ পাঠকের আকাঙ্ক্ষা পূরণ ও বিশ্বময় বাংলাভাষীদের সেরা সংবাদমাধ্যমে পরিণত হবে।

সম্পর্কিত পোস্ট