বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমস্বরে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়

‘সময়ের সংলাপ’র আয়োজনে আমিরাতে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১ | ৩:৩৬ পূর্বাহ্ণ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ | ৪:০১ পূর্বাহ্ণ
‘সময়ের সংলাপ’র আয়োজনে আমিরাতে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বাংলা গণমাধ্যম ‘সময়ের সংলাপ’ এর আয়োজনে শারজাহতে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা। দেশের বরণ্য সাংবাদিকদের উপস্থিতিতে যেন এই আয়োজন মিলনমেলায় পরিণত হয়। শারজাহ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে টি-টুয়েন্টি বিশ্বকাপ কাভারেজে থাকা দেশের প্রায় ৪০ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন। এসময় সাংবাদিকরা প্রবাসে গণমাধ্যমের ভূমিকা, দেশ গড়ার প্রত্যয় ও ক্রিকেট নিয়ে নিজেদের ভিন্ন ভিন্ন মতামত তুলে ধরেন।

দেশের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকরা বলেন, দেশকে এগিয়ে নিতে প্রবাসীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। ব্যবসা-দেশের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকরা বলেন, দেশকে এগিয়ে নিতে প্রবাসীরা এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশি সংবাদকর্মীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। এ ছাড়াও ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি প্রবাসে নিজেরা ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য একযোগে কাজ করে যাচ্ছেন। যা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে অসহায় প্রবাসীদের কল্যাণে একসাথে সবার এগিয়ে আসা আমাদের মানবিকতার পরিচয় বহন করে।

শুক্রবার ( ২৯ অক্টোবর) রাতে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি শারজাহ’র সভাপতি আবুল বাশার। সভায় সম্মানিত অতিথি ছিলেন আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি মাহতাবুর রহমান নাসির বলেন, প্রবাসে বাংলাদেশি গণমাধ্যমগুলো বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি প্রবাসীরা অভাবনীয়ভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করে চলেছেন। তিনি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও বেশি তৎপর হওয়ার জন্য সাংবাদিকদের আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি আবুল বাশার ক্রীড়া সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের এতগুলো সাংবাদিকের পদচারণা সত্যিকার অর্থে আমাকে ধন্য করেছে। ক্রিকেটে হয়ত আমাদের ব্যর্থতা ঘটেছে তাই বলে আমরা হেরে যাওয়ার জাতি নয়। আমরা আবারও লড়াইয়ে প্রমাণ করব আমরা বীরের জাতি।

সাংবাদিকদের সাথে নিয়ে এ ধরণের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করায় তিনি অনলাইন নিউজপোর্টাল ‘সময়ের সংলাপ’কে আন্তরিক ধন্যবাদ জানান এবং পাশাপাশি বাংলাদেশ সমিতির কল্যাণকর কাজে পাশে থাকার আহবান জানান।

সময়ের সংলাপের সম্পাদক শিবলী আল সাদিকের সঞ্চালনায় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সময় টেলিভিশনের সাজিদ মুসতাহিদ, দৈনিক সমকালের আলী সেকান্দার, কালের কণ্ঠের মাসুদ পারভেজ, ঢাকা পোস্টের আপন তারিক, বাংলাদেশ প্রতিদিনের মেজবাহ-উল-হক, দৈনিক ইত্তেফাকের জান-ই-আলম, দৈনিক মানবজমিনের ইশতিয়াক পারভেজ প্রমুখ।

দেশ থেকে আগত সাংবাদিকদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন- তাহমিদ অমিত (যমুনা টেলিভিশন), নিয়ন মুহাইসিন (সময় টিভি), মনির হোসেন খান ( বাংলাভিশন), আহাম্মেদ সরোয়ার ( বাংলাভিশন), নূর উদ্দিন ( এসএটিভি), শুভ দেবনাথ সনি (এটিএন নিউজ), আরিফ চৌধুরী (চ্যানেল আই), তায়েব অনন্ত (গাজী টিভি), সামিউল টিটু (টি স্পোর্টস), রেদোয়ান শোয়েব (চ্যানেল ২৪), মাজহারুল ইসলাম (ইন্ডিপেন্ডেন্ট টিভি), অনীক মিশকাত (বিডিনিউজ২৪.কম), রানা আব্বাস (আজকের পত্রিকা), মহিউদ্দিন পলাশ (ঢাকা প্রকাশ), নাজমুস সাকিব (বিডিক্রিকটাইম), রাজু আহম্মেদ (সময়ের আলো), নাঈম শিহাব (দেশ রূপান্তর), মাহেদী হাসান (আরটিভি), শফিউল ইসলাম রিয়াদ (রাইজিংবিডি.কম), আলী (সংবাদ), মীর ফরিদ (কালের কণ্ঠ), নাজমুল হোসেন শাহিন (ভিডিও জার্নালিস্ট টি স্পোর্টস), শাহিন আলম (ভিডিও জার্নালিস্ট যমুনা), মোহাম্মদ খলিল (ভিডিও জার্নালিস্ট সময়), সমুন সরকার (ভিডিও জার্নালিস্ট সময়)।

এসময় বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক শাহ মাকসুদ, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাহাবুব আলম, শেফালী আকতার আখিঁ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক ইমাম হোসেন পারভেজ, বদিউল আলম, হানিফ খোকন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট