শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিরোনামহীন-এর ২৫ বছর পূর্তিতে ঐতিহাসিক কনসার্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ২:১৬ অপরাহ্ণ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ২:১৬ অপরাহ্ণ
শিরোনামহীন-এর ২৫ বছর পূর্তিতে ঐতিহাসিক কনসার্ট

পথচলার ২৫ বছর পূর্ণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। এ উপলক্ষে ভক্তদের জন্য ঐতিহাসিক আয়োজন করছে অল্টারনেটিভ রক ঘরানার ব্যান্ডটি। ভারতের বিখ্যাত মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে মেগা কনসার্ট উপহার দিতে যাচ্ছে।

আগামী ২৬ মে আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে ব্র্যান্ডমিথের আয়োজনে অনুষ্ঠিত হবে দেশের ইতিহাসে অন্যতম বড় ও আধুনিক কনসার্টটি। এর নাম দেওয়া হয়েছে ‘দ্য অনলি হেডলাইনার’। এতে শিরোনামহীন-এর সঙ্গে মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ছাড়াও দেশের বরেণ্য ও কিংবদন্তি ব্যান্ড তারকারা পারফর্ম করবেন।

এ প্রসঙ্গে শিরোনামহীন-এর প্রতিষ্ঠাতা সদস্য ও কর্ণধার জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এরকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নসের বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়। যদিও মিউজিক্যাল ফিল্ডে অস্বাভাবিক সীমাবদ্ধতা এবং একাডেমিক মিউজিক চর্চার অনুপস্থিতির কারণে বাংলাদেশে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য এ দেশের শ্রোতাদের হয় না। ব্র‍্যান্ডমিথকে এরকম দুঃসাহসিক পদক্ষেপে এগিয়ে আসার জন্য বিশেষ ধন্যবাদ।’

ব্যান্ডটির অন্যতম কম্পোজার কাজি আহমেদ শাফিন জানান, ‘এই প্রজেক্টের পেছনে গত ছয় মাস আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। সফল আয়োজন সম্পন্ন হলে, উপস্থিত দর্শক শ্রোতারা তাদের জীবনের অবিস্মরণীয় এক স্মৃতি নিয়ে গ্রাউন্ড থেকে ফিরে যাবে। এরকম আয়োজন আমাদের পক্ষেও আর হয়তো কখনোই করা সম্ভব হবে না, যেমন হয়নি মেটালিকা, মেগাডেথ, স্করপিয়নস-এর মতো ব্যান্ডের।’

ব্যান্ডের প্রধান ভোকাল শেখ ইসতিয়াকের ভাষ্য, ‘এ এক অসাধারণ অনুভূতি। সম্প্রতি প্যারিস সফরে আমাদের অর্কেস্ট্রা ডিজাইনের নোটেশন বই রয়াল ফিলহারমোনিক সোসাইটিকে আর্কাইভের জন্য উপহার দেই। তাদের রিয়েকশন আমাদের আশাবাদী এবং অনুপ্রাণিত করেছে।’

২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন চমকপ্রদ আয়োজন করবে শিরোনামহীন। তবে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে আগামী ২৬ মে’র কনসার্টটি। আয়োজকরা জানিয়েছে, দেশের ইতিহাসের অন্যতম বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট ইত্যাদি সবকিছুই দেশের সর্বোচ্চ মানের এবং কিছু ক্ষেত্রে বিদেশ থেকে আনা হচ্ছে। ৪র্থ জেনারেশানের এলইডি ম্যাপিংয়ের কারণে কন্সার্টটির ভিজুলাইজেশান হবে অন্য সকল কন্সার্টের থেকে আলাদা। যা দর্শকদের নিয়ে যাবে শিরোনামহীনের গানের জগতের ভেতরে।

বড় আয়োজন হলেও দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেখে টিকিটের দাম নির্ধারণ করা হবে সাধ্যের মধ্যে। যাতে মধ্যবিত্ত, কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণরা এতে অংশ নিতে পারেন। শিগগিরই টিকেট পোর্টাল উন্মুক্ত করে শিরোনামহীন অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে জানানো হবে।

কনসার্টটি নিয়ে আয়োজক ব্র্যান্ডমিথ-এর মুখপাত্র বলেন, ‘শিরোনামহীন বাংলাদেশের মানুষদের কাছে শুধুমাত্র একটি ব্যান্ড না, একটি আবেগ। সেই আবেগকে দর্শকদের কাছে সুস্পষ্ট ভাবে তুলে ধরতেই আমাদের এই বছরব্যাপী আয়োজন।’

সম্পর্কিত পোস্ট