বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শারজাত উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান নাজমত আল জাইন টাইপিং

প্রকাশ: ৩ মার্চ ২০২৩ | ৭:৫৩ অপরাহ্ণ আপডেট: ৩ মার্চ ২০২৩ | ৭:৫৩ অপরাহ্ণ
শারজাত উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান নাজমত আল জাইন টাইপিং

সংযুক্ত আরব আমিরাতের শারজায় উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন নাজমত আল জাইন টাইপিং সেন্টার। সেবামূলক প্রতিষ্ঠানটি ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার পাশাপাশি লাইসেন্স সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করবে।

প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী এস এম মোদাচ্ছের বলেন প্রায় দুই যুগ ধরে আমিরাতে অবস্থানের সুবাদে এই দেশের আইন কানুন সম্পর্কে অনেকটা অবগত হয়েছি। সেক্ষেত্রে নিজের অভিজ্ঞতা অন্যের সাথে শেয়ার করা ও যারা নতুন বিজনেস সেটাপ করতে চায়, ডকুমেন্টস ক্লিয়ারিং, এমিরেটস আই ডি, মিউনিসিপ্যালিটি, ইমিগ্রেশন, তাসহীলসহ সব ধরনের সার্ভিস দেওয়া যাবে। প্রতিষ্ঠানটিও পরিচালিত হবে অত্যন্ত এক্সপার্ট লোক দিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত উদীয়মান তরুণ আইনজীবী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‌‌‌‌‘সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য প্রসার করছে যা অত্যন্ত আনন্দায়ক। ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। ব্যবসা বাণিজ্য করার জন্য বৈধ কাগজপত্র করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বিশ্বস্ততা অর্জন করবে বলে আমি মনে করি। অনেকে আছেন ব্যবসা-বাণিজ্য করতে চান কিন্তু লাইসেন্স করার প্রক্রিয়া অনেক জটিল মনে করে বা ঝামেলা পোহাতে চান না । ফলে এই প্রতিষ্ঠান তাদের জন্য সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। মোদাচ্ছের শাহ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং এই কাজে খুবই অভিজ্ঞতা সম্পন্ন, সেহেতু তার মাধ্যমে প্রবাসীরা ভালো সেবা পাবেন বলে আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় স্পন্সর সাইফ খালেদ রাইসি, ইঞ্জিনিয়ার সালাম খান, হাজী মোস্তফা মাহমুদ, সাংবাদিক শিবলি আল সাদিক, আমিরুল ইসলাম এনাম, জাহাঙ্গীর আলম সি আই পি, শাহিনুর শাহিন, নাসির চৌধুরী, শাহাদাৎ হোসেন সুমন, সেলিম সন্দীপি, সাইফুদ্দিন নয়ন, মুজিবুল হক মঞ্জু, শিমুল, মোহাম্মদ শাহেদ, জাকারিয়া রাশেদ, মোহাম্মদ হাসান, জি এম সাইফুল, নাসির আহমেদ, খোরশেদ আলম খান প্রমুখ।

এ দিন সকালে নতুন ব্যবসার উন্নতি লাভের আশায় পবিত্র কুরআন খতম করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট