শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ল্যাব এইড হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ৫:০৪ অপরাহ্ণ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ৫:০৪ অপরাহ্ণ
ল্যাব এইড হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা

ফুটপাতে জেনারেটর রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ধানমন্ডির ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে এ জরিমানা করেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল সংলগ্ন ফুটপাতে জেনারেটর রেখে দখল করে রাখা হয়েছিল। ফলে, পথচারীদের চলাচলে বিঘ্ন করার মাধ্যমে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হওয়ায় আজ ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ (৭) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট