বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিসবন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শিক্ষা সফর

প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ৪:০৭ অপরাহ্ণ আপডেট: ২৮ মার্চ ২০২২ | ৪:০৭ অপরাহ্ণ
লিসবন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শিক্ষা সফর

পর্তুগালের ঐতিহ্যবাহী সংগঠন লিসবন শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা সফর। ভূপৃষ্ঠের সমতল ভূমি থেকে ৬ হাজার ৫৩৯ ফুট উপরে পর্তুগালের সর্ববৃহৎ পর্বত ”সেরা দা এস্ট্রেলা” তে অনুষ্ঠিত হয় লিসবন শিল্পীগোষ্টীর শিক্ষা সফর-২০২২।

সংগঠনের নবিউল হকের পরিচালনায় সোহেল আহমেদ খানের ব্যবস্থাপনায় সি.আর.সি.পিটি এর সভাপতি নাইম মোহাম্মাদ শহীদুল্লাহ, পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সিকদার, মাতৃমুনিজ জামে মসজিদের সেক্রেটারি মোশাররফ হোসেন, সিআরসিপিটি সাধারন সম্পাদক হাফেজ মোস্তাফিজুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব কামরুল ইসলাম, সামসুল ইসলাম, রুবেল আহমেদ, রাজিব আল মামুন, আবদুস সালাম প্রমুখ। এছাড়াও লিসবন থেকে প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বাস যোগে ‘সেরা দা এসট্রেলা’ এর উদ্দেশ্যে রওনা হয়।

বনভোজনস্থলে পৌঁছানোর পর প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক উসৎবমূখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষা সফর অনুষ্ঠানে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে গল্প, আড্ডা, গানের অনুষ্ঠান, কৌতুক, কুইজ প্রতিযোগিতা। আর দুপরের খারাব শেষে সবাই মেতে উঠে বরপের মাঝে বরপ ছোড়াছুড়ি খেলা, বরপের রাইড শেয়ারিং খেলা সহ আনন্দে ভরপুর ছিল উক্ত শিক্ষা সফর।

বিকেলে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় আকর্ষনীয় পুরস্কার শেষে শিক্ষা সফরের সমাপ্তি ঘোষণা করে লিসবনের উদ্দেশ্যে যাত্রা করেন তারা।

সংলাপ-২৮/০৩/০০৫/আ/আ

সম্পর্কিত পোস্ট