বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লন্ডনে কাদা মিশ্রিত বন্যা!

প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ৫:২৭ অপরাহ্ণ আপডেট: ৩১ মার্চ ২০২২ | ৫:২৭ অপরাহ্ণ
লন্ডনে কাদা মিশ্রিত বন্যা!

লন্ডনসহ যুক্তরাজ্যে কিছুদিন আগে ধুলা বৃষ্টি হয়েছিল। এবার লন্ডনের একটি রাস্তায় কাদা মিশ্রিত বন্যা হয়েছে ।

নর্থ লন্ডনের এনফিল্ড ব্রাউনলো রোডে মঙ্গলবার দুপুর থেকে এই বন্যা দেখা যায়।

এর ফলে রাস্তা ঘন এক ধরনের কাদায় পরিপূর্ণ হয়ে পড়ে। প্রায় ৩০০ ফুট জুড়ে এই কাদা পানি ছিল।
ঘটনার পর রাস্তা বন্ধ করে দেওয়া হয়। নর্থ সার্কুলার রোডে যানজটের সৃষ্টি হয়। রাত ১১টা পর্যন্ত পুরো এলাকাজুড়ে যানজট ছিল।

থেমস ওয়াটারের একটি টিম কাদা পানি সরানোর চেষ্টা করে। তবে কাদা এত ঘন ছিল যে সেগুলো রাস্তার মধ্যে থাকা ড্রেনের ভেতর দিয়ে যাচ্ছিল না।

এলাকার একজন বাসিন্দা বলেন, প্রথমে ভাবা হচ্ছিল এটি সিমেন্ট কিংবা কংক্রিট মিশ্রিত পানি। পরে তারা মনে করেন এটা কাদা মিশ্রিত পানি।

সংলাপ-৩১/০৩/০০৬/আ/আ

সম্পর্কিত পোস্ট