শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রেমিটেন্স এ্যাওয়ার্ড পেলেন প্রবাসী সাংবাদিক, শিবলী আল সাদিক।

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৪৯ অপরাহ্ণ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৫৫ অপরাহ্ণ
রেমিটেন্স এ্যাওয়ার্ড পেলেন প্রবাসী সাংবাদিক, শিবলী আল সাদিক।

বাংলাদেশ সরকারের রেমিটেন্স এ্যাওয়ার্ড আয়োজনে এই প্রথম কোন রেমিটেন্স এ্যাওয়ার্ড জিতলেন দুজন প্রবাসী সাংবাদিক। গত শুক্রবার বাংলাদেশ কন্সূলেট দুবাই এই রেমিটেন্স এ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে নিম্ন বেতনভোগী সাধারণ কর্মী ১০ জন, উচ্চ বেতন ভোগী সাধারণ কর্মী ১০ জন, ব্যবসায়ী ১৪ জন, নারী উদ্যোক্তা ৫ জন, পেশাজীবি ১৩ জন রেমিটেন্স এ্যাওয়ার্ড। জিতেন। এবার পেশাজীবি ক্যাটাগরিতে দুজন সাংবাদিককে রেমিটেন্স এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে এ্যাওয়ার্ড জিতেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র প্রেসিডেন্ট, সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক।

তিনি একাধারে আরব আমিরাতের আল আইন নগরীতে অবস্থিত বিন আলম বিল্ডিং মেটারিয়াল এল এল সি’র ম্যানেজিং ডাইরেক্টর ও জনপ্রিয় নিউজ পোর্টাল সময়ের সংলাপের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিক হিসেবে শিবলী আল সাদিক দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক ইত্তেফাক, দৈনিক পূর্বকোণ, যায় যায় দিন, অর্থকথা ও এন টিভিতে কাজ করেছেন। সর্বশেষ তিনি সময় টিভিতে কর্মরত আছেন। রেমিট্যান্স এ্যাওয়ার্ড জেতা অপর সাংবাদিক হলেন ৭১ টিভির আরব আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটি নেতারা জানিয়েছেন সাংবাদিকদের এই পুরস্কারে ভূষিত করার বিষয়টি অত্যন্ত তাৎপর্য বহন করে। বাংলাদেশ কনস্যুলেট পেশাজীবীদের প্রতি এই সম্মান দেখিয়ে যে দূরদর্শিতার পরিচয় দিয়েছে তা আগামীতে দেশের সমৃদ্ধি আনয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

সম্পর্কিত পোস্ট