শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাউজানের গাছে গাছে ধর্মীয় প্রচার

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১ | ১১:১০ অপরাহ্ণ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ | ১১:১০ অপরাহ্ণ
রাউজানের গাছে গাছে ধর্মীয় প্রচার

চট্টগ্রামের রাউজানে সারি সারি গাছে প্লে কার্ড লাগিয়ে ধর্মীয় প্রচার করা হচ্ছে। আল্লাহ আ’আলার নাম সম্বলিত ইসমে আজম, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিস ও মনিষীদের বাণী সম্বলিত প্লে-কার্ড শোভা পাচ্ছে পূর্বগুজরা এলাকায়।

কোন আগন্তুক ব্যক্তি এই এলাকায় প্রবেশ করলে প্রথমেই নজরে পড়ে গাছে লাগানো এসব প্লে কার্ড। এগুলো দেখে অনায়েসে মুখে চলে আসে নিজের গুনাহ মাফের জন্য আস্তাগরিরুল্লাহ, আল্লাহ প্রশংশার জন্য মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছার প্রতি সমর্থন করে ইনশাআল্লাহ বা দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় জাযাকাল্লাহ খাইরান। একটু পর পর চোখে পড়ে লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার স্লোগান। গাছে গাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ।

রাস্তার মোড়ে মোড়ে দেখা মিলে- হে আল্লাহ! আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন অর্থাৎ আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি লেখা বিভিন্ন প্লে কার্ড। প্রতিটি গাছকে জড়ানো হয়েছে আল্লাহর পবিত্র নাম ইয়া মালিকুল মুলক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মত ইসমে আজম দিয়ে।
এ ছাড়া রক্তদাতাদের উদ্ধুদ্ধ করেও লাগানো হয়েছে এসব প্রচার পত্র। পানি পানে উদ্ধুদ্ধ করা, বৃক্ষরোপণ সহ নানা সামজিক সচেতনতারও প্রচার করা হচ্ছে গাছে লাগানো এসব প্রচার পত্রে।

সম্পর্কিত পোস্ট