বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ৮:০৬ অপরাহ্ণ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ৮:০৬ অপরাহ্ণ
মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল

‘মুহাম্মদ নিজাম উদ্দিন ছিলেন মফস্বল সাংবাদিকতার বাতিঘর। তার হাত ধরেই মিরসরাইয়ে হয়েছিলো সাংবাদিকতার গোড়াপত্তন। একজন মাওলানা হয়ে তিনি ভিন্ন ধারায় নিজের ক্যারিয়ার গড়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মিরসরাই প্রেসক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে এই চারণ সাংবাদিক সংবাদপত্র জগতে ছড়িয়েছেন দ্যূতি। তার সম্পাদিত এ জনপদের প্রথম পত্রিকা মাসিক মীরসরাই’র মাধ্যমে একঝাঁক সংবাদকর্মী উঠে এসেছে। তারা এখন মিরসরাই, চট্টগ্রামের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠিত হয়েছেন। মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন স্মরণে আয়োজিত শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন বক্তারা।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে মিরসরাইয়ের আঞ্চলিক প্রকাশনা ‘চলমান মিরসরাই’ প্রয়াত সাংবাদিক নিজাম উদ্দিন স্মরণে এ দোয়া মাহফিল আয়োজন করে।

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফচার, মিরসরাই সমিতি ইউএইর প্রতিষ্ঠাতা সভাপতি মাজহার উল্লাহ মিয়া, মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নিজামুল হক সাদেকী, ছুটি খাঁ জামে মসজিদের খতিব নুরুল আলম তৌহিদী, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, এসএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল হক, চিনকি আস্তানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, কবি ও সাহিত্যিক সাইফুদ্দিন মির শাহীন, দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, চলমান মিরসরাই’র সম্পাদক এমএস হোসাইন, নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিন, বার্তা সম্পাদক রাজু কুমার দে, সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া, আনোয়ারুল হক নিজামী, মোহাম্মদ ইউসুফ, আজিজ আজহার, ইমাম হোসেন, ফিরোজ মাহমুদ, আজমল হোসেন, সাদমান সময়, দিদারুল আলম, মো. তুষার, শিহাব উদ্দিন শিবলু, নুরুল আমিন রায়হান, ইকবাল হোসেন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট