বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিরসরাইয়ে হিতকরী’র শীত সামগ্রী বিতরন ও প্রশিক্ষণ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১ | ২:২০ অপরাহ্ণ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ | ২:২০ অপরাহ্ণ
মিরসরাইয়ে হিতকরী’র শীত সামগ্রী বিতরন ও প্রশিক্ষণ

মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে হিতকরী’র শীত সামগ্রী বিতরন করা হয়েছে।
এছাড়া মিরসরাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বেকার যুবকদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে ৬ দিন মেয়াদী পারিবারিক হাঁস-মুরগী পালন, গবাদি পশু ও নার্সারী প্রশিক্ষণ বিষয়ক কোর্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ বিষয়ক কোর্স করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু।

এসময় শীত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসেন নিজামী, যুব উন্নয়ন কর্মকর্তা আজীম উদ্দিন, হিতকরীর প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম রয়েল, সভাপতি ইমাম হোসেন ফরহাদ, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট