শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিরসরাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ৭:০০ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২২ | ৭:০৮ অপরাহ্ণ
মিরসরাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন

মিরসরাইয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীণতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ মার্চ) ভোরে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মিরসরাই পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, মিরসরাই পৌর আওয়ামী লীগ, মিরসরাই প্রেস ক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনীড় সহ বিভিন্ন সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, সাহিত্য সম্পাদক দিদারুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান সময়, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রকাশনা সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সদস্য সাফায়েত মেহেদী, ইউসরা শারফুদ্দীন।

মিরসরাই স্টেডিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।

সংলাপ-২৬/০৩/০১১/আ/আ

সম্পর্কিত পোস্ট