শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাগরিক নিরাপত্তা ও মৌলিক অধিকার ফেরাতে চায় সরকার

মালয়েশিয়ায় অধিবাসন ব্যবস্থা সংস্কারে বিপাকে বাংলাদেশিরা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১ | ১:৫৯ পূর্বাহ্ণ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ | ২:১৮ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় অধিবাসন ব্যবস্থা সংস্কারে বিপাকে বাংলাদেশিরা

মালয়েশিয়াতে অবৈধ অধিবাসী উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ান পুলিশ। দেশটিতে অধিবাসন প্রকল্পের আওতায় অবৈধ অধিবাসীদের বৈধ হওয়ার সুযোগ করে দেওয়ার পর থেকে এমন অভিযান নিয়মিত অব্যাহত রেখেছে তারা।

দেশটির ইমিগ্রেশন সূত্র জনায়, অধিবাসন ব্যবস্থা সংস্কারের আওতায় শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) সেলাংগর এর বালাকং ও সুংগাই কাইয়ু গ্রামে অভিযান পরিচালনা করে মালয়েশিয়া ইমিগ্রেশন। এসময় বিভিন্ন দেশের মোট ২৭ জন অবৈধ অধিবাসীকে আটক করা হয়।

তারা জানায়, মালয়েশিয়ায় নিরাপদ অধিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে অবৈধ অধিবাসীদের বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছে মালয়েশিয়া শ্রম আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সুযোগ থাকা শর্তেও কিছু অসাধু চক্রের সহায়তায় দেশটিতে অবৈধ অধিবাসীর সংখ্যা বিদ্যমান। তবে সরকার নিরাপদ অধিবাসন ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ, নাগরিকদের নিরাপত্তাসহ অধিবাসীদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে এমন অভিযান ও সংস্কার অব্যাহত থাকবে।

এদিকে মালয়েশিয়া সরকারের অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ করে দিলেও পাসপোর্ট জটিলতায় সংশয়ে রয়েছে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা। কেউ কেউ পাসপোর্ট না পাওয়ায় বৈধতা পাচ্ছে না আবার কেউ একই সমস্যার কারণে ভিসা ইস্যু করতে না পেরে অবৈধ হবার শঙ্কায় রয়েছেন। এমন সমস্যা সমাধানকল্পে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ সহায়তা চেয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।

মালয়েশিয়া প্রবাসীরা জানায়, সেই দেশের সরকার অধিবাসন প্রকল্পের আওয়ায় অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। তবে দূতাবাস থেকে দেয়া নির্ধারিত সময়ে পাসপোর্ট না পাওয়ায় অনেক প্রবাসী বৈধ হতে পারছেন না। এই সমস্যা সমাধানে কূটনৈতিক সহায়তা ও দ্রুত পাসপোর্ট সেবা পেতে দূতাবাসের প্রতি আহবান জানায় তারা।

সম্পর্কিত পোস্ট