শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় কুইসের ভিপি হলেন বাংলাদেশি শিক্ষার্থী হাসিবুর

প্রকাশ: ৭ এপ্রিল ২০২২ | ৯:২৮ অপরাহ্ণ আপডেট: ৭ এপ্রিল ২০২২ | ৯:২৮ অপরাহ্ণ
মালয়েশিয়ায় কুইসের ভিপি হলেন বাংলাদেশি শিক্ষার্থী হাসিবুর

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কলেজ সেলাঙ্গর, মালয়েশিয়ার (কুইস) ভিপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী হাসিবুর রহমান। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক ওয়েবিনারে এ ঘোষণা দেওয়া হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় কলেজ সেলাঙ্গর, মালয়েশিয়ায় ব্যাচেলর অব হিউম্যান রিসোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী হাসিবুর। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় ইন্দোনেশিয়ার শিক্ষার্থী ফারাজিল্লাহকে।

কমিটিতে পাকিস্তান, সিঙ্গাপুর, ইউএসএ, ব্রুনাই, কানাডার প্রায় ১৫ জন শিক্ষার্থী বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।

পাবনা জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ী গ্রামের শাহাদত হোসেন ও মরিয়ম খাতুনের ছেলে হাসিবুর রহমান, জগতলা দাখিল মাদরাসা থেকে জিপিএ ৫ ও চাটমোহর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০১৫ সালে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমান।

মালয়েশিয়ার এপিটমি কলেজ থেকে ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সম্পন্ন করেন। হাসিবুর রহমান বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

তার ওপর অর্পিত দায়িত্ব যেন ভালোভাবে পালন করতে পারেন ও দেশের সুনাম অর্জন করতে পারেন সেজন্য দেশবাসী ও প্রবাসীদের দোয়া চেয়েছেন হাসিবুর রহমান।

হাসিবুর রহমান গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংকের বৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছেন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান হাসিবুর।

সংলাপ-০৭/০৪/০০৮/আ/আ

সম্পর্কিত পোস্ট