শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে পাকিস্তানি সহকর্মীর হাতে বাংলাদেশি খুন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২ | ৩:০৬ অপরাহ্ণ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ | ৩:০৬ অপরাহ্ণ
মালদ্বীপে পাকিস্তানি সহকর্মীর হাতে বাংলাদেশি খুন

মালদ্বীপের রাজধানীর পাশ্ববর্তী আইল্যান্ড হুলোমালেতে পাকিস্তানি সহকর্মীর হাতে মো. শামিম নামে এক প্রবাসী বাংলাদেশি খুন হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. শামিম (পাসপোর্ট নং- বিই০৮৮১৮২২) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে। ২৯ বছর বয়সী নিহত শামিম মালদ্বীপের হুলোমালের খানজি নামে একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় রেস্তোরাঁয় ইফতারের খাবার তৈরির সময় শামিমের সঙ্গে পাকিস্তানি বাবুর্চি আবেদের (২৬) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিনকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে আবেদ। পরে সহকর্মীরা শামিমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ওই পাকিস্তানি নাগরিক পলাতক।

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ বলেন, বিষয়টি শোনার পরই হাইকমিশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেয়। মালদ্বীপের স্থানীয় প্রশাসন পাকিস্তানি ঘাতককে ধরতে অভিযান চালাচ্ছে। সুষ্ঠু বিচারের জন্য দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট