শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদ্রিদে গ্রেটার সিলেটের স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ৮:৩৭ অপরাহ্ণ আপডেট: ৩০ মার্চ ২০২২ | ৮:৩৭ অপরাহ্ণ
মাদ্রিদে গ্রেটার সিলেটের স্বাধীনতা দিবস উদযাপন

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে প্রবাসীদের আঞ্চলিক সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন।

সোমবার (২৮ মার্চ) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কমিশনার এইচ এম দবির তালুকদারের সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন আহমেদ আসাদুর রাহমান সাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন বার্সেলোনার সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম শফি। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা জাকির হোসেন।

গ্রেটার সিলেটের নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কাইয়ুম আহমদ মাসুক, এমদাদুল হক, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, গ্রেটার সিলেটের সাবেক সদস্য সচিব আবু জাফর রাসেল, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক সেলিম আলম, সাইফুল মুন্সি ইকবাল, লুৎফুর রহমান, কাউছার হোসেন টিপু, কবির আল মাহমুদ, তুহিন আহমদ, হুমায়ুন কবীর রিগ্যান, মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীসহ সব শহীদ ও মুক্তিযোদ্ধাদের অপরিসীম ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সভাপতি আল মামুন।

তিনি বলেন, এমএজি ওসমানী ছিলেন বাংলাদেশের ৫৫ হাজার বর্গমাইলের একজন সাহসী নেতা। অথচ আজ তাকে নিয়ে কোনো আলোচনা নেই। একদল তাকে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তা কখনও সম্ভব নয়।

সভাপতি বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার সর্বাধিনায়ক আর ওসমানী ছিলেন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক। জেনারেল ওসমানীকে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে হবে। আর এজন্য এগিয়ে আসতে হবে বৃহত্তর সিলেটবাসীকে।

দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে নিজ নিজ অবস্থান থেকে এক হয়ে কাজ করতে প্রবাসীদের প্রতি আহবান জানান সভাপতি। পরে দেশের সমৃদ্ধি, শান্তি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সংলাপ-৩০/০৩/০০৯/আ/আ

সম্পর্কিত পোস্ট